মহেশপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো আজাদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এ শ্লোগান নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের নেতৃত্বে মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন হতে একটি বনাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে থানার অফিসার ইনর্চাজ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাব ইন্সপেক্টর,মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র- ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করে।
পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ ওসি) মোর্শেদ হোসেন খাঁন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন, মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার অবিনাশ কর্মকার .সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারন সম্পাদক আবুল হোসেন লিটন,সাংবাদিক অসীম কুমার মোদক প্রমূখ।
আলোচনা শেষে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার।