হরিণাকুন্ডুতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ক্ষণগণনার উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বর্ণাঢ্যভাবে জাতির পিতা শতবছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করলো উপজেলা প্রশাসন । এলক্ষে শনিবার দিনব্যপি নানা কর্মসুচী পালিত হয়েছে ।
সকালে জাতীয় সাংসদ তাহজিব আলম সিদ্দিকী এর নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানার সমন্ময়ে সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের জাতীয় সাংসদ বঙ্গবন্ধুর চার খলিফার এক খলিফা নূর এ আলম সিদ্দিকীর সন্তান তাহজিব আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী৷, এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন , অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, আলহাজ্জ মন্জুরুল আলম, নাজমুল হুদা পলাশ , রাকিবুল হাসান রাসেল , ছমির উদ্দীন , মোহাম্মদ আলী , চরাফত দৌলা ঝন্টু ।
উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান , সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান , প্রাণীসম্পদ কর্মকর্তা মশিউর রহমান , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম সহ বিভিন্ন দপ্তর প্রধান , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সকল শ্রণীপেশার মানুষ । শ্মৃতীচারণ সভাটি সার্বীক সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী ।
বিকালে হরিণাকুন্ডুশিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু-সাঈদ টুনুর পরিচালেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝিনাইদহ নবগঙ্গা সংগীত একাডেমীর শিল্পি লব সহ স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মন মাতায় ।