মহেশপুরে বিরোধপূর্ণ জমির মেহুগুনি গাছ কেটে সাবাড়
মো আজাদ, ঝিনাইদহের চোখঃ
মাঠের জমি ক্রয়ের ক্ষেত্রে দেখা দিয়েছে বিরোধ। আর সে কারনেই জমিতে লাগানো মেহুগুনি গাছ গুলো একেবারেই প্রকাশ্য দিবালকে কেটে সাবাড় করে ফেলা হয়েছে। এ কেমন শ্রæতা ? শুক্রবার সকালে মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মাঠে জাহাঙ্গীর কবীর মিঠুর জমিতে লাগানো মেহুগুনি গাছ গুলো বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুল জলিল নামের এক ব্যক্তি কেটে সাবার করে ফেলেছে বলে জানান গ্রাম বাসীরা।
বাঁশবাড়ীয়া গ্রামের শাহাজামাল জানান, ৭ বছর পুর্বে জাহাঙ্গীর কবীর মিঠু জমিটি ক্রয় করেছেন। পরে ক্রয়কৃত জমিতে মেহুগুনি গাছ লাগানো হয়েছে। কিন্তু হঠাৎ করে জাহাঙ্গীর কবীর মিঠুর ক্রয়কৃত জমিতে ৬ বছর পুর্বে লাগানো মেহুগুনি গাছ গুলো শুক্রবার সকালে বাঁশবাড়ীয়া গ্রামের আজুব্বরের নিদের্শে একই গ্রামের আব্দুল জলিল সবকটি গাছ কেটে দিয়েছে।
জাহাঙ্গীর কবীর মিঠু জানান, বাঁশবাড়ীয়া গ্রামের আবু বক্করের কাছ থেকে জমিটি ক্রয় করেছিলাম। কিন্তু গ্রামের আব্দুল জলিল জমিটি ক্রয় করতে না পেরে প্রতিহিংসার কারনে আমার জমিতে লাগানো সবগুলো মেহুগুনি গাছ কেটে দিয়েছে।
বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, আমি লোক মুখে গাছ কাটার খবর শুনেছি। তবে জমি নিয়ে দু’পক্ষের একটু ঝামেলাও রয়েছে।
তিনি আরো বলেন,জমি নিয়ে ঝামেলা থাকতেই পারে। সেটা দু’পক্ষ বসলেই সমাধান সম্ভব। কিন্তু জমিতে লাগানো গাছ গুলো কেটে ফেলা ঠিক হয়নি।
জমির গাছ কাটার ঘটনায় জাহাঙ্গীর কবীর মিঠুর ছোট ভাই আলমগীর কবির বাদি হয়ে আব্দুল জলিলকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।