হরিণাকুন্ডুতে পৌরসভায় উন্মুক্তভাবে ভাতা সুবিধাভোগী বাছাই চলছে
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভায় উন্মুক্তভাবে ভাতা বাছাই চলছে যা এখোন সুবিধাভোগী সহ বিভিন্ন শ্রেণীপেষার মানুষের আলোচনার বিষয়বস্তু হয়েছে ।
স্থানিয়দের মতামত হরিণাকুন্ডুতে এই প্রথম উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মাইকিং ও লিফলেট সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে সুবিধাভোগীদের উপস্থিতিতে বিভিন্ন ভাতার যাচায় বাচায় চলছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান বিভিন্ন ভাতার তালিকা প্রনয়ণে প্রকৃত উপকারভোগী হতদরীদ্রদের বেছে নেওয়ার জন্য উনমূক্ত এ আয়োজন ।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান জানান প্রকাশ্যে ভাতার যাচাই বাছায়ে প্রকৃত হতদরিদ্র উপকারভোগী সরাসরি অংশগ্রহন সরকারের যুগান্তকারী বিশেষ পদক্ষেপ , এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার ব্যাপক সহযোগিতায় তা সম্ভব হতে চলেছে ।
এছাড়া পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু সহ আট ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় তা বাস্তবমূখী হতে চলেছে ।