হরিণাকুন্ডুর তাহেরহুদায় প্রকৃত সুবিধা বঞ্চিত হতদরিদ্রদের ভাতা নিশ্চিতে উন্মুক্ত যাচাই বাছাই
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদে বুধবার সকালে অত্র ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরীদ্র নারী পূরুষদের বিভিন্ন ভাতা নিশ্চিতে উন্মুক্ত যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান , তাহেরহুদা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মন্জুরুল আলম সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
যাচাই বাছাই শুরুর পূর্বে উপজেলা চেয়ারম্যান , ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তা বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া হতদরীদ্রদে বা সুবিধা বঞ্চিতদের প্রাপ্য অনুযায়ী ভাতা নিশ্চিত করা আর এই সঠিক প্রাপ্যতা নিশ্চিত করতেই আজকের এই উন্মুক্ত যাচাই বছাই , পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের সকল সুবিধা বঞ্চিতরা ভাতার আওতায় আসবে , আগামীতে ভাতার সংখাও বৃদ্ধি করবে সরকার, সময়ের অপেক্ষা মাত্র। এছাড়াও কর্মকর্তারা বলেন বিভিন্ন সময় ভাতা বানিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে , সেইকারণেএবং প্রকৃত পাওনাদারদের ভাতা প্রাপ্তির জন্য এই উন্মুক্ত যাচাই বাছাই ।
কেউ যদি ভাতার জন্য অর্থ দিয়ে থাকেন কাউকে এথনই টাকা ফেরেত নিয়েনিন । আপনার ভাতা বিনা টাকায় করতে আমরা এখানে উপস্থিত হয়েছি ।