মহেশপুরে কোটি কোটি টাকার রাস্তা নষ্ট করছে অবৈধ ট্রাক্টর, রাস্তায় ঝরছে তাজা প্রান
জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে অতিরিক্ত মাটি নিয়ে অবৈধ ট্রাক্টর সড়ক কাঁপিয়ে চলাচল করায় ক্রমাগত গর্তের সৃষ্টি হচ্ছে। প্রাই সড়কে ঘটছে দূর্ঘটনা, এক সপ্তাহে ৪জনের মৃত্যু।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, মাটিভর্তি অবৈধ ট্রাক্টর সড়কগুলোতে চলাচলের ফলে প্রতিনিয়ত রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হচ্ছে। প্রভাবশালী ইট ভাটা মালিকদের অবৈধ ট্রাক্টর চলাচলের ফলে সড়কে কোটি কোটি টাকার রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। এসব পিচঢালা রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টিতে কাদা মাটির রাস্তা গলে প্যাচপ্যাচে কাদায় পরিণত হয়।
মাটি বহনকারী অবৈধ্য ট্রাক্টর চলাচলে বৃষ্টিতে সড়কের উপরের জমে থাকা এঁটেল মাটি কাদাতে সয়লাব হয়ে যায়। সে কারণে এলাকাজুড়ে জনসাধারণ ভাঙ্গা রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছে। এসব ভাঙ্গা সড়কগুলোতে অনেক সাইকেল চালককে সাইকেল কাঁধে তুলে নিয়ে কষ্টে সড়কে চলতে দেখা গেছে। এছাড়া অনেক মোটরসাইকেল চালক মোটরসাইকেল থেকে নেমে ধীরে ধীরে সতর্কতার সাথে কাদাময় ভাঙ্গা সড়ক চলতে দেখা যায়। এসময় সাইকেল, মটর সাইকেল সহ অন্যান্য যান পিছলে পড়ে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের সঙ্গী। স্থানীয় গ্রামবাসীরা জানায়, এমন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনার আশংকা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে অবৈধ্য ট্রাক্টরের ধাক্কায় ৪ব্যাক্তি মারা গেছে। অহত হয়েছে অনেকেই। হালকা বৃষ্টি হলেই পিচের রাস্তায় অতিরিক্ত কাদায় জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হুদোর মোড় হতে হাবাশপুর রাস্তায় প্রাই কাদা থাকে। কিছুদিন আগে নির্মিত পীচ রাস্তাটি দুইটি ইট ভাটার ট্রাক্টরে প্রাই নষ্ট করে ফেলেছে, পোড়াদা নামক স্থানে জনতা ব্রিক্স এর গাড়িতে এলাকার সকল রাস্তা চলাচলের অযোগ্য করে তুলেছে, যাদবপুর করিম মোড়ের ইটের ভাটা, রামচন্দ্রপুর আমান ব্রিক্স, জলিলপুর র্যাডো ভাটা, খালিশপুর আজব ভাটা, ইউসুফ ভাটা, ভৈরবায় লতিফ ব্রিক্স, মহেশপুর ব্রিক্স, কুল্লা অবস্থিত কয়েকটি ইট ভাটায় চলচল করা অবৈধ্য গাড়ি ঐ এলাকার সড়ক ভেঙ্গে তছনছ করে দিচ্ছে অবৈধ্য দানব ট্রাক্টর।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন- দীর্ঘদিন ধরে এসকল গাড়িগুলো চলাচল করে আসছে। খুব শিগ্রই ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন খুব শিগ্রই এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।