ঝিনাইদহ সদর

নিজেদেরকে গড়ে তুলে মানুষের মত মানুষ হতে হবে- ঝিনাইদহ সদর ইউএনও

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

পিতা মাতার প্রতি যেমন শ্রদ্ধা জানাতে হবে, তেমনি শিক্ষদের প্রতিও শ্রদ্ধা-সম্মান দেখাতে হবে। নিয়মিত স্কলে এসে ক্লাস করতে হবে। ক্লাসের বইয়ের পাশাপাশি প্রচুর পড়াশোনা করতে হবে। আগে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মানুষের মত মানুষ হতে হবে। তাহলেই জীবনের সফলতা আসবে। এর আগেও আমি এই স্কলে এসেছি। স্কুলের নিয়ম শৃঙ্খলা দেখে ভালো লেগেছে।

গতকাল মঙ্গলবার সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভো ওয়াশ রুম উদ্বোধনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষকদের শিক্ষাদানের জন্য আরও আন্তরিক হওয়ার জন্য বলেন।

১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের সভাপ্রতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রোকেয়া বেগম, ওয়াশ কর্মসুচির জেলা ব্যাবস্থাপক রমেশ চন্দ্র, উপজেলা ব্যাবস্থাপক হাফিজুল ইসলাম, সাধুহাটি ওয়ার্ড মেম্বর মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার জন্য ক্লাব গঠনে উৎসাহ এবং ইংরেজি শিক্ষার বই প্রদান করেন।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button