জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডদেখা-অদেখা

অপরাধ দমনে ঝিনাইদহে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু

ঝিনাইদহের চোখঃ

অপরাধ দমনে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সাংসদ আবদুল হাই, ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান, নুরজাহান বেগম, মাহমুদুল হাসান, এম হাকিম, আবদুর রশিদ, জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম প্রমুখ।

আয়োজকেরা জানান, সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় জেলা পুলিশ শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, হামদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি আইপি ক্যামেরা স্থাপন করবে, যা জেলা পুলিশের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে। এতে শহরের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button