মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
উপস্থিত সদস্যবৃন্দ সহ খোদ জনপ্রতিনিধিরাই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা হাসপাতালটিতে নানা ত্রæটির কথা তুলে ধরেই সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তার দ্রæত সমাধানের তাগিদ দেন।
সোমবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির সভাতে সদস্যবৃন্দগন এসব কথা উত্থাপন করায়, সংকট নিরসনে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে তাগিদ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সাথে বাল্য বিয়ে, মাদক ও যানজট প্রতিরোধে সদস্যদের প্রতি দিক নির্দ্দেশনা প্রদান সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান।
সভাতে প্রধান অতিথি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, মাদক নিয়ন্ত্রনে রাখতে পুলিশের কর্মকান্ডে জনপ্রতিনিধিদেরও সহযোগিতা দিতে হবে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নানান অব্যাবস্থাপনা খতিয়ে দেখা সহ দ্রæত সমাধানের নির্দ্দেশনা দেন।
ইউএনও সূবর্ণা রানী সাহা বলেন, বর্তমানে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। সেই সাথে তিনি সরকারী ভাতাভোগী প্রতিবন্ধিদের বাছাইয়ে হাসপাতালের ডাক্তারদের স্ব স্ব দ্বায়িত্ব পালনে তাগিদ দেন।
সভাতে অন্নান্যর মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক শাহাজান আলী সাজু, নয়ন খন্দকার, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহিদুল ইসলাম মন্টু, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, হাসপাতালের ডাঃ ইসতিয়াক আহম্মেদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপরই মহান একুশে ফেব্রয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পরিষদের অডিটোরিয়ামে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। দিবসটি জাকজকমপূর্ণভাবে পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভাতে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, ইউপি জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান সহ উপজেলা পরিষদের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।