হরিনাকুন্ডু

হরিণাকুন্ডু কৃষি কর্মকর্তা জাপান থেকে নিয়ে এলো শাক সবজি ও ফলমূলের উন্নত চাষাবাদ প্রক্রীয়া

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী সরকারি অনুদানে ৭ দিন জাপান স্টাডিট্যুর শেষে দেশে ফিরলেন সাথেকরে নিয়েএলেন সাক সবজি ও ফলমুলের আধুনিক চাষাবাদ ও প্রকৃয়াজাত করণ বিষয়ে প্রশিক্ষণ ও জ্ঞান , যা তৃণমূল পর্যায়ের চাষীদের উৎপাদন বৃদ্ধির সহায়তায় করবে , এখোন শুধু প্রয়োগের অপেক্ষা মাত্র ।

তিনি বলেন বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় “টেকনোলোজিক্যাল ইন্টারভেনশন ইন দি প্রোডাকশন এন্ড প্রোসেসিং অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল” শীর্ষক সাত দিনের জন্য জাপানে স্টাডি ট্যুরে শিক্ষা সফরে করেছি। রবিবার তিনি কর্মস্থলে পৌছালে সহকর্মীগণ ফুলেল শুভেচ্ছা জানান তাকে । এ সময় উপস্থিত ছিলেন জনাব , কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুল মমিন , এসএপিপিও মনিশংকর বিশ্বাস ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, নিজাম উদ্দিন, আলি হোসেন, মশিউর রহমান। এসময় তিনি উপস্থিত সহকর্মী এবং সাংবাদিকদের বলেন, তিনি এই স্টাডিট্যুরে সাক সবজি ও ফলমূলের আধুনিক চাষাবাদ ও প্রক্রিয়াজাত করণ বিষয়ে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে অনভিজ্ঞ কৃষকদের স্বাস্থ্যসন্মত সাক সবজি ও ফলমূল উৎপাদনের জন্য তার আহরিত জ্ঞান কাজে লাগাতে চান। যাতে কৃষকের ভাগ্যের উন্নয়ন সহ আর্থিক ভাবে সাবলম্বী হবে আনেক পরিবার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button