কালীগঞ্জমাঠে-ময়দানে

কালীগঞ্জে মুজিব জন্মশতবার্ষিকী ক্রীকেট টুনামেন্ট-কাঠালবাগান লায়ন্স ক্রীকেট একাদশ জয়ী

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ

১৩৪ রানের বিশাল ব্যাবধানে ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রীকেট টুনামেন্ট ২০২০” এর ৫ম খেলায় কাঠালবাগান লায়ন্স ক্রীকেট একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার দুপুরে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে তারা কালীগঞ্জ ফারহান স্পেটিং ক্লাবকে ওই রানে পরাজিত করে জয়ী হয়।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে খেলার শুরুতে টচে জয়ী কাঠালবাগান লায়ন্স ক্রীকেট একাদশ ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফারহান স্পেটিং ক্লাব ১২ ওভারে সবকটি ইউকেট হারিয়ে মাত্র ৩৪ রান করে। বিজয়ী লায়ন্স ক্রীকেট একাদশের রুবেল সব্বোর্চ ৭৮ রান করে। লায়ন্স একাদশের বাবু ৩৩ রান ৩ উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

খেলার ম্যান অব দি ম্যাচ বিজয়ী লায়ন্স একাদশের বাবুর হাতে পূরস্কার তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সদস্য সাখাওয়াৎ হোসেন, আনিচুর রহমান, আয়ুব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন সহ ক্রীড়া সংগঠনের কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও ফরহাদ হোসেন। স্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্ষ্য। ধারাভাষ্য বর্ণনা করেন খোরশেদ আলম ও কামাল হোসেন। ১৬ দলের অংশগ্রহনে এ টুনামেন্টের মিডিয়া পাটর্নার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম”।

ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন মহারাজপুর ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাইমুর রহমান রাজিব। আগামী ২৩ ফেব্রয়ারী ৬ষ্ট খেলায় অংশগ্রহন করবে মরহুম হুরমত আলী ক্রীকেট একাদশ বনাম মরহুম ওয়াদুদ চৌধুরী ক্রীকেট একাদশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button