মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হরিণাকুন্ডুতে তিনদিব্যাপী মুজিব বর্ষ বইমেলা
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হরিণাকুন্ডুতে তিন দিন ব্যাপী মুজিব বর্ষ বইমেলা অনুষ্ঠিত হয়। হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২১ ফেব্রয়ারী পর্যন্ত এ মেলা প্রদর্শন করা হবে।
এ মেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা,এসিল্যান্ড অনিমেশ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ জামাল হুসাইন, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, শরাফত দৌলা ঝন্টু, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।মেলায় ৫টি ষ্টল প্রদর্শন করা হয়।ষ্টলে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,অভিভাবকগন সহ বিভিন্ন ইউনিয়নের বই প্রেমী মানুষেরা ষ্টলে বই ক্রয় করতে আসেন।এছাড়াও দ্বিতীয় দিন বিকালে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ।