ক্যাম্পাসজানা-অজানাটপ লিডমহেশপুর

বিশ্বে বাংলাদেশেই প্রথম বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন শেখ হাসিনা – এম পি চঞ্চল

মো: আজাদ, ঝিনাইদহের চোখঃ

সারাবিশ্বের মধ্যে বাংলাদেশেই প্রথম বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড, শফিকুল আজম খান চঞ্চল। শনিবার সকালে উপজেলার যাদবপুর কলেজর আয়োজনে অত্র কলেজ প্রাঙ্গনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি একথা বলেন।

অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদ ইসলাম মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন-অর রশিদ, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুলকাশেম মাস্টার, উপজেলা যুবলীগের আহŸায়ক কাজী আতিয়ার রহমান, যাদবপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক মমিনুর রহমান।

দীর্ঘ ১৯ বছর প্রতীক্ষার পরে উপজেলার যাদবপুর কলেজটি এমপিও ভুক্ত হওয়ায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজমখান চঞ্চল কে অত্র কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দ্ওেয়া হয়। কলেজ সূত্রে জানাযায়,যাদবপুরকলেজটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে ছিল। দীর্ঘ ১৯ বছর কলেজের শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে ২০১৯ সালের শেষের দিকে এ কলেজটি এমপিও ভুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button