কালীগঞ্জে চোর চক্রের ৩ সদস্য আটক
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমান চোরাই মটর সাইকেলের যন্ত্রাংশ সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তত্তিপুর বাজারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন মডেলের চোরাই মটর সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো-উপজেলার আলাইপুর গ্রামের তোবারক মন্ডলের ছেলে রতন মন্ডল (৩৪), তত্তিপুর গ্রামের দিগম্বর কুমার দেবনাথের ছেলে প্রসেনজিত কুমার দেবনাথ (২৪) এবং বলরামপুর গ্রামের শাহিনুর মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল (২২)।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার তত্তিপুর বাজার এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তিতে ৮ বস্তা বিভিন্ন মডেলের চোরাই মটর সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।