জানা-অজানাঝিনাইদহ সদর

ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

কামরুজ্জামান লিটন, ঝিনাইদহের চোখঃ

২০২০ বছরে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে প্রযুক্তিগত সব সুযোগসুবিধার মধ্যদিয়ে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের সদর থানার সামনে জোহান মার্কেটে যাত্রা শুরু হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক উপশাখার কার্যক্রম। রোববার সকালে নতুন শাখাটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের ঝিনাইদহ উপশাখার ইনচার্জ ইমতিয়াজ হোসেন সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহের জোহান এগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন,সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান মিজান, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন, ইন্টারন্যাশনাল বিভাগের ভিপি আবু মোশাহীদ, হাটগোপালপুর শাখার প্রধান রাসেল মেহেদী প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ফিতা কেটে উপ-শাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম আরজু মিয়া বলেন, স্বচ্ছতা, কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক ব্যাকিং সেক্টরে একটি ব্যবসা বান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এই উপশাখা থেকে গ্রাহকরা সকল প্রকার ব্যাংকিং সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন। ঝিনাইদহ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

এসময় ব্যাংক কর্তৃপক্ষ জানান, এ উপ-শাখার মাধ্যমে ঝিনাইদহবাসী হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল গ্রহণ, ডেবিট-ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিংসহ শহজ শর্তে গ্রাহকরে ঋণ সুবিধা প্রদাণ করবে। পরে অনুষ্ঠানের দোয়া মাহফিলে ব্যবসায়ী, আমানতকারী, স্টেকহোল্ডারদের সমৃদ্ধি কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button