হরিণাকুন্ডুতে জাতীয় বীমা দিবস পালনে বিভিন্ন কর্মসুচি
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
জাকজমক আয়োজনে র্যালী, বীমা মেলা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালনকরে হরিণাকুÐুতে প্রথম জাতীয় বীমা দিবস-২০২০ পালিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন , সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস , মহিলা কলেজ অধ্যক্ষ মোক্তার আলী ।
এসময় কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীমা দিবস উদযাপন কমিটির আহবায়ক ফারিষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর বিসি এন্ড ইনচার্জ হাফিজুর রহমান , মেটলাইফ বাংলাদেশ এর ফিনান্সিয়াল এসোসিয়েট রোকন আলী , এসময় উপস্থিত ছিলেন ফারিষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স ঝিনাইদহ সার্ভিস সেন্টারের জেএসভিপি এন্ড ইনচার্জ তাজুল ইসলাম , জীবন বীমা কর্পোরেশনের হরিণাকুÐু ইনচার্জ কর্মকার , তাসলিম রহমান জিম , ফারিষ্ট এর হরিণাকুÐু অফিস বিসি আসাদুজ্জামান ঠান্ডু , সাংগঠনিক অফিসের বিএম মজিবুর রহমান প্রমুখ। বীমা মেলায় দিনব্যপি ৩টি বীমা কোম্পানির ষ্টলে সাধারণ মানুষদের বীমার সুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় ।