তুরস্কে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন ইবির শতাধিক শিক্ষক-শিক্ষার্থী
অনি আতিকুর রহমান, ইবি, ঝিনাইদহের চোখঃ
তুরস্কের তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে ৫৫ জন শিক্ষক এবং ৮৯ জন শিক্ষার্থী রয়েছেন। তুরস্কের মওলানা এক্সেঞ্জ প্রোগ্রাম প্রটোকলের আওতায় এ উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন তারা।
সোমবার বেলা ১২ টায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্যটি জানানো হয়।
সভায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত সেখানে ছিলেন।
জানা যায়, তুরস্কের ইগদির, কাফকাস ও চানকিরি কারাকিতিন বিশ্ববিদ্য্যালয়ের সাথে ইসলামী বিশবিদ্যালয়ের দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৪৪ জন শিক্ষক-শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বিভাগীয় সভাপতির মাধ্যমে মনোনীত হয়ে আবেদন করতে পারবেন। পরে চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের মনোনীত করবেন। এতে শিক্ষার্থীরা ৫ মাস এবং শিক্ষকরা ১৪ দিনের গবেষণার সুযোগ পাবেন বলে জানা গেছে।
এদিকে একই নিয়মের আওতায় তুরস্কের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও ইবিতে পড়ার সুযোগ পাবেন। উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করবেন মওলানা এক্সেঞ্জ প্রোগ্রাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সারা পৃথিবীতে উচ্চ শিক্ষা ও গবেষণার পদ্ধতিতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তুরস্কের এই তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে এক ধাপ এগিয়ে যাবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (িি.িরঁ.ধপ.নফ) ও প্রশাসন ভবনে অবস্থিত সংশ্লিষ্ট সেলের দফতর থেকে পাওয়া যাবে।