ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার শুরু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার শুরু হয়েছে। রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
এসময় ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে সেমিনারের প্রথম দিনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ অফিসার, পুলিশ সদস্য ও কারারক্ষীসহ ২৫০ জন অংশ নেয়। এসময় উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদাণ করা হয়। আগামী সোম ও মঙ্গলবার জেলার ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে।