বেশী দামে মাস্ক বিক্রি করায় শৈলকুপায় ৪ দোকানে ৯০ হাজার টাকা জরিমানা
এম হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ
করোনা ভাইরাসের আতংককে কাজে লাগিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রি করায় ঝিনাইদহের শৈলকুপায় ৪ কাপড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে ভ্যাম্যমান আদালতে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন গোপন সংবাদে তিনি জানতে পারেন শৈলকুপা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের আতংককে কাজে লাগিয়ে অধিক দামে মাস্ক বিক্রি করছে।
এ সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে স্কুল মার্কেটের তিসা গার্মেন্টসকে ১০ হাজার, আলম গার্মেন্টসকে ৪০ হাজার, নোহা শাড়ীঘরকে ৩০ হাজার এবং আলিম গার্মেন্টেস এর মালিককে ১০ হাজার মোট ৯০ হাজার টাকা অর্থদন্ড করা হয় ভ্রাম্যমান আদালতে।