কালীগঞ্জ

কালীগঞ্জ স্বাক্ষর-৭১ লাইব্রেরীর সহায়তায় ফ্রী চক্ষু ক্যাম্প

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ স্বাক্ষর-৭১ লাইব্রেরীর সহায়তায় ফ্রী চক্ষু ক্যাম্প অনুুষ্ঠিত হয়েছে। উপজেলার নরেন্দ্রপুর স্কুলমাঠে এ এ ক্যাম্পের আয়োজন করেন স্বাক্ষর-৭১ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক মিঠু মালিথা ।

এ সময় রোগী দেখেন, শিরোমনি খুলনা থেকে আগত সহকারী চক্ষু সার্জন ডাঃ আবুল কালাম আজাদ(সুমন) । চোখের বিভিন্ন রোগে আক্রান্ত ২০০ জনকে চিকিৎসা প্রদান ও ৪০ জনকে খুলনা চক্ষু হাসপাতালে অপারেশন করতে পাঠানো হয়।

এ মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে স্বাক্ষর-৭১ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক মিঠু মালিথা বলেন, আমি এ এলাকারই সন্তান । এলাকার মানুষের কাছে, এ মাটির কাছে আমার অনেক রিন । খুবই ছোট্ট পরিসরে এবার এ মেডিকেল ক্যাম্প করেছি। তবে ব্যাপক সাড়া পড়েছে । ভবিষ্যতে আরো বড় করে করার ইচ্ছে আছে। মানুষের জন্য কাজ করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button