ঝিনাইদহ সদর

ঝিনাইদহ হরিজন সম্প্রদায়কে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি

ঝিনাইদহের চোখঃ

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। আজ সমাজের সেই পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিকালে নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুটি সংগঠনের নেতৃবৃন্দ জনসচেতনতায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।। বক্তব্য শেষে তাদের মধ্যে ফেস মাস্ক, সাবান, লিফলেট বিতরন করা হয়।।

বক্তব্য দেন ওসি মিজানুর রহমান, নবগঙ্গা রক্ষা পরিষদ-র আহ্বায়ক খাঁন এম, এস, জামান শিমুল, খাঁন জাহান আলী, মাজেদ, সৈকত এবং ঝিভাপ-র সহ-সভাপতি সবুর, রনি, হাসেম, মনির ও অন্যান্য।।

আয়োজনকরা আশাবাদ ব্যাক্ত করেন যে, এই কর্মসূচির পর জেলার অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হবেন।। এছাড়াও শহরের সকল সরকারী /বেসরকারি হাসপাতালের চিকিৎসক এথানে ফ্রি মেডিকেল সার্ভিস চালু করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button