টপ লিডনির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচী পালিত

ঝিনাইদহের চোখঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে মুজিববর্ষকে বরণ করেছে জেলা আওয়ামী লীগ।
সকালে শহরের এইচএসএস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।