যশোরে খুলনা বিভাগীয় কাবাডির গ্রুপ পর্বের খেলা সেমিফাইনালে ঝিনাইদহ
ঝিনাইদহের চোখঃ
যশোরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা রোববার সম্পন্ন হয়েছে। স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গতকাল দিনব্যাপী ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে যশোর ও সাতক্ষীরা এবং খুলনা ও মাগুরা জেলা দল। মহিলা বিভাগে সেমিফাইনালে উঠেছে নড়াইল ও ঝিনাইদহ এবং খুলনা ও মাগুরা জেলা দল। আগামী ২১ মার্চ পুরুষ ও মহিলা বিভাগের ৪ টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং ২২ মার্চ দুই বিভাগের ফাইনাল ম্যাচ হবে।
গতকাল দিনের প্রথম খেলায় মাগুরা জেলা পুরুষ দল ৩৬-৩৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চুয়াডাঙ্গা জেলা পুরুষ দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন মাগুরা জেলা পুরুষ দলের চুন্নু মিয়া। দ্বিতীয় খেলায় খুলনা জেলা পুরুষ দল ২৫-১৬ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে কুষ্টিয়া জেলা পুরুষ দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন খুলনা জেলা পুরুষ দলের শরিফুল। দিনের তৃতীয় খেলায় বাগেরহাট জেলা পুরুষ দল ৪৮-৩৩ পয়েন্টের ব্যবধানে হারায় ঝিনাইদহ জেলা পুরুষ দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন বাগেরহাট জেলা পুরুষ দলের সোহেল। দিনের শেষ খেলায় যশোর জেলা পুরুষ দল ২৮-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সাতক্ষীরা জেলা পুরুষ দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন যশোর জেলা পুরুষ দলের আল-আমিন।
এদিকে, প্রথম খেলায় মাগুরা জেলা মহিলা দল ৫৩-২৫ পয়েন্টের বড় ব্যবধানে হারায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন মাগুরা জেলা মহিলা দলের রেশমা। দ্বিতীয় খেলায় খুলনা জেলা দল ৪৩-১৭ পয়েন্টের ব্যবধানে হারায় কুষ্টিয়া জেলা মহিলা দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন খুলনা জেলা মহিলা দলের আখি। তৃতীয় খেলায় ঝিনাইদহ ৬৪-৮ পয়েন্টের বড় ব্যবধানে হারায় বাগেরহাট জেলা মহিলা দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন ঝিনাইদহ জেলা মহিলা দলের রাণী খাতুন। দিনের শেষ খেলায় যশোর জেলা মহিলা দল ৪৫-৩৪ পয়েন্টের ব্যবধানে হারায় সাতক্ষীরা জেলা মহিলা দলকে। এ খেলায় ম্যাচ সেরা হন যশোর জেলা মহিলা দলের ফারহানা রাত্রী।