শৈলকুপার গোলক নগর গ্রামের যুবকদের উদ্যোগে টিউবওয়েলে ঝুলছে সাবান
আরাফাতুজ্জামান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রামের যুবকদের উদ্যোগে তিন শতাধিক টিউবওয়েলে ঝুলছে সাবান। করোনা ভাইরাস থেকে গ্রামের মানুষকে সচেতন করার জন্য তাদের এই ব্যাতিক্রম উদ্যোগ।
এই কাজের উদ্যোক্তারা জানান, বর্তমানে করোনা ভাইরাস বিশ্ব মহামারী হিসেবে দেখে দিয়েছে। এজন্য দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হচ্ছে কিন্তু গ্রামের সাধারণ মানুষ সবাই লেখাপড়া জানে না। তাই তাদের সচেতন করা জন্য আমরা টিউবওয়েলে সাবান ঝুলানো এবং হাত ধোয়ার নিয়ম ও করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করেছে। যাতে তারা নিজে হাত পরিষ্কার রাখে এবং পরিবারকে সচেতন করে।
গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম খাঁন জানান, যুবকদের এই উদ্যোগটা অনেক সুন্দর। আমার নিজের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ছিল না। কিন্তু টিউবওয়েলে তারা সাবান ঝুলিয়ে দেয়ার পর নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস তৈরি হয়েছে।
এ বিষয়ে উদ্যোক্তারা আরো জানান, আমরা শুধু নিজেদের গ্রাম নয় এলাকার সব গ্রামের এই কার্যক্রম চালানো হবে। যাতে করে এলাকারা মানুষ করোনা ভাইরাস সম্পর্কে জানতে পারে।