হরিনাকুন্ডু
হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ পন্ড
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গবরাপাড়া গ্রামে সোমবার সন্ধায় ওহিদুজ্জাম নামের এক কৃষকের বাড়িতে হটাৎ হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ।
আর সাথে সাথে পন্ড হয়েগেল তার কন্যা দখলপূর মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ুয়া আরিফা আক্তার তিসার বাল্যবিবাহ । অবশেষে রক্ষাপেল অভিভবকরা মেয়েকে ১৮ বৎসর পূর্ন নাহলে বিবাহ না দিয়ে লেখাপড়া করানোর শর্তে মুচলেকা প্রদানের মাধ্যমে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন । যানাগেছে কথাছিল ঐ সন্ধায় রিশখালী গ্রাম থেকে ছিয়ামদ্দীনের ছেলে সুজ্জল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে গবরাপাড়া গ্রামে ওহিদুজ্জামানের নাবালিকা মেয়ে তিসাকে দেখতে আসবে, পছন্দ হলে বিবাহ হবে, কিন্তু ভেঙ্গেগেল সে স্বপ্ন মেয়ে দেখতে আসা হলনা সুজ্জলের ।