মহেশপুরে অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে বিদ্যাকানন গনগ্রন্থগার
মো আজাদ, ঝিনাইদহের চোখঃ
করোনা মহামারির কবলে অভুক্ত অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গন গ্রন্থগারের সদস্যবৃন্দ। তারা এলাকার অভুক্ত মানুষকে খুজে বের করে এনে বাড়িতে বাড়িতে প্রায় শতাধীক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন।
বুধবার সন্ধায় বাথানগাছী গন গ্রন্থগারের খাদ্য সামগ্রী বিতরন কমিটির আহবায়ক আক্তারুজ্জামানের সভাপতিতে এলাকার ৯০ পরিবারের বাড়িতে বাড়িতে গ্রন্থগারের সদস্যদের সহযোগীতায় চাউল,ডাল,তৈল,আলু,মিস্টি কুমড়া ও সাবান পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন বাথানগাছী গন গ্রন্থগারের সভাপতি আব্দুস সেলিম,সহ-সভাপতি মিজানুর রহমান বেল্টু,হারুন আর রশিদ,সাংবাদিক ও মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ত্রান বিতরন কমিটির সদস্য মো ঃ আজাদ ও গন গ্রন্থগারের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরন শেষে কমিটির আহবায়ক আক্তারুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত বাথানগাছী গন গ্রন্থগারের পক্ষ থেকে অভুক্ত অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিতে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহ থাকবে।