মোবাইলে কল অতঃপর বাড়ী পৌছে যাচ্ছে আরটিভি ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামান
ঝিনাইদহের চোখঃ
দেশের এমন সংকটময় মুহুর্তে ফোন কল পেলেই অসহায়দের দ্বারে দ্বারে খাদ্য পৌঁছে দিচ্ছেন আরটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান গঠিত ‘জরুরী খাদ্য ও নিরাপত্তা সেল’। রবিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের আনন্দবাগ, ফয়লামাঠপাড়া, মাস্টারপাড়ায়, অর্ধশত পরিবারের বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে উপস্তিত ছিলেন ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিশন আলী, তানজির রহমান তকি।
অসহায়দের মোবাইল ফোনে কল পাওয়া মুহুর্তেই তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন আরটিভি সাংবাদিক শিপলু জামান। যারা ফোন করেছে তাদের পরিচয় গোপন রেখেই খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত উদ্যেগে অসহায় দিনমজুর , লকডাউন, হোমকোয়ারেন্টে থাকা ৫০ টিপরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবান, লবন ও ,পেয়াজ । এক্ষেত্রে যারা ফোন করেছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছেন।
এর আগে মাকস , হাতমোজা,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বাড়িতে বাড়িতে ও জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেন ও শতাধিক পরিবারের খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এছাড়া নিজ উদ্যেগে পৌর এলাকায় জিবানুনাশক স্প্রে ও সচেতনমূলক লিফলেট বিতরন করেন। শিপলু জামান বলেন, তাকে দেখে সামাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন ।