অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় মহেশপুর পুলিশের হাতে আটক ১
আহসান হাবীব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে মহেশপুর উপজেলাই আবারো বিশেষ কৌশলে ফেনসিডিল পাচারের সময় মহেশপুর থানা পুলিশর হাতে মোটরসাইকেল ও মাদক ব্যবসায়ী আটক।
শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রামচন্দ্রপুর কর্মকার পাড়া এলাকায় মাদক বহনকারি মোটরসাইকেল ও সমীর দাস বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদ হোসেন খান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল যোগে বিশেষ কৌশলে লুকিয়ে ফেনসিডিল এর একটি চালান পাচার করছে। এমন সংবাদের সভিত্তিতে মহেশপুর থানার এ. এস. আই রওশন ও এস আই আবুজার গিফারী, এ.এস.আই সজল সহ থানা পুলিশের চৌকসদল রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কর্মকার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহজনক একটি আমোটরসাইকেল আটক করে তল্লাসী চালালে আটককৃত গাড়ির ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকবহনকারী মোটরসাইকেল ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী সমীর দাস বাবু (৩২) কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের স্বপন দাস এর ছেলে, এ বিষয়ে মহেশপুর থানায় একটি মাদক আইনে মামলার হয়েছে।