জানা-অজানাটপ লিড

ত্রাণের আশায় অসহায় মানুষগুলো না বুঝেই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফেলে যাচ্ছে

ঝিনাইদহের চোখঃ

সকাল থেকেই ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ অফিসের বারান্দায় মানুষের ভিড়। সবার হাতেই রয়েছে স্মার্ট আইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। বারান্দার গ্রিল দিয়ে ভেতরে ফটোকপি ফেলছেন তারা। কেউ বলছেন ত্রাণের আশায় এখানে এসেছেন কেউ বলছেন রেশন কার্ডের জন্য। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে এমন চিত্র দেখা যায়।

তবে কোনো প্রকার আইডি কার্ড জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এমনকি মূল্যবান আইডি কার্ডের ফটোকপি নোংরাভাবে ফেলে না যাওয়ার জন্য নির্দেশনাও টাঙিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ জানান, ভোটার আইডি কার্ড জমা দিতে হবে এমন কোনো নির্দেশনা আমাদের নেই। এমনটা আমরা কাউকে বলিওনি। তারা কেন ভোটার আইডি কার্ডের ফটোকপি বারান্দায় জমা দিচ্ছেন তারাই ভালো জানেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি যত গড়াচ্ছে ততই সাধারণ মানুষের হাহাকার বাড়ছে বলে জানান পরিষদে আসা ব্যক্তিরা।

ত্রাণের আশায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে আসা মোহাম্মদ ফিজার মোল্লা বলেন, কাজ নেই, ঘরে বসে আছি। খাব কী? শুনেছি এখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলে রেশন কার্ড দেওয়া হবে। তাই ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলাম।

আজিম বিশ্বাস নামের আরেক জন বলেন, এখনো পর্যন্ত সরকারি কোনো অনুদান পাইনি। কাঠমিস্ত্রির কাজ করি, এখন কাজ বন্ধ ঘরে বসে আছি। আজ সকালে শুনলাম এখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলে টাকা পাওয়া যাবে। এজন্য এখানে কার্ড জমা দিলাম।

কার্ডের ফটোকপি জমা দিতে আশা এক বৃদ্ধা বলেন, আমার স্বামী নেই, একটু সাহায্য পেলে আমরা বেঁচে থাকতে পারতাম। লোকে বলাবলি করছে এখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিলে যাচাই-বাছাই করে নাকি খাবার দেবে।

তিনি বলেন, কদিন পরেই রমজান মাস, আমাদের যদি একটু খাবার দেয় তাহলে খেয়ে ভালোভাবে রোজা রাখতে পারব। তাই খাবারের আশায় এখানে কার্ডের ফটোকপি জমা দিলাম।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা মুঠোফোনে জানান, এ বিষয়ে আমার জানা নেই। তবে ভোটার আইডি কার্ড জমা দেয়ার কোনো নিয়ম নেই। তারা কেন জমা দিচ্ছেন বলতে পারবো না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button