শৈলকুপায় সরকারী ত্রাণের জন্য ভূমিহীনদের উপজেলা পরিষদে সামনে অবস্থান ও বিক্ষোভ
তাজনুর রহমান ডাবলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদের সামনে সরকারী ত্রাণের জন্য অবস্থান ও বিক্ষোভ করেছে আবাসনের ভূমিহীনরা । বুধবার সকাল ১০টায় করোনার প্রভাবে কর্মহীন পৌর এলাকার ঝাউদিয়া আবাসনের ২ শতাধিক ভূমিহীন নারী পূরুষ ত্রাণের জন্য এ অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শুরু করে। পৌর এলাকার কোন জনপ্রতিনিধি এখন পর্যন্ত তাদের কোন খোঁজ খবর ও ত্রাণ না দেওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে জানান।
ঝাউদিয়া আবাসনের বাসিন্দা মহিদুল ইসলাম বলেন তারা এখন পর্যন্ত সরকারী কোন ত্রাণ সাহায্য পায়নি। তাছাড়া পৌর এলাকার কোন জনপ্রতিনিধি তাদের এখন পর্যন্ত কোন খোজ খবর রাখেননি। ২০/২৫ দিন আগে ব্যক্তিগত ভাবে দেওয়া শুধুমাত্র ৫ কেজি চাউল তারা পেয়েছিলেন। এখন আবাসনের প্রতিটা পরিবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। বাধ্য হয়ে তারা উপজেলা পরিষদের সামনে ত্রানের জন্য বসে আছেন।
আবাসনের বাসিন্দা নেহাল উদ্দিন, রোজিনা খাতুন, ভানু নেছা জানান, করোনার প্রভাবে তারা কোথাও কাজ করতে পারছে না। সরকারী কোন ত্রানও তারা পাচ্ছে না। তারা এখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। ফলে পেটের জালায় তারা ঘর থেকে বের হতে বাধ্য হয়েছে।
এ ঘটনায় পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাকে ৪ টন চাউল বরাদ্দ দেন। এর সাথে তিনি ব্যক্তিগত ভাবে আরো ৩টন চাউল যোগ করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১০ কেজি চাউল ও ৩ কেজি আলু বিতরন করেছেন। ঝাউদিয়া আবাসনের বাসিন্দারা যে একেবারেই পায়নি তা ঠিক না। হয়তো সবাই পায়নি। তিনি অভিযোগ করেন প্রতিটা ইউনিয়ন থেকে তার বরাদ্দ কম। এ কারনে তিনি সবার ঘরে ঘরে ত্রান পৌছাতে পারছেন না।
ত্রাণ না পাওয়াদের বিক্ষোভের ব্যপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি কেটে দেন।