ঝিনাইদহের চোখঃ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহ জেলাতে প্রথমবারের মতো নারী-পুরুষ সহ ২জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
এদের ১জনের বাড়ি ঝিনাইদহ সদরে অপরজনের কালীগঞ্জ উপজেলাতে। শনিবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম গণমাধ্যম কে এটি নিশ্চিত করে। এসবের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকাল থেকে সেনাবাহিনীকেও আরো বেশী তৎপর দেখা গেছে।
বিশেষ করে রাস্তা-ঘাট ও হাট-বাজারে জনসমাগম এড়িয়ে চলতে মাইকিং সহ সচেতনতামুলক কার্যক্রম অব্যহত রেখেছে সেনা সদস্যরা। রাস্তায় মোটরসাইকেল আরোহী সহ চলচলকারীদের পরিচয় ও কারণ জিজ্ঞাসা করা হচ্ছে । সামাজিক দুরত্ব নিশ্চিত ও করোনা প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে জেলার শৈলকুপা সহ বিভিন্ন উপজেলাতে সেনাদল টহল দিচ্ছে ।
সেনাবাহিনীর টহল দলে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। বাজার-ঘাটে জনসমাগম এড়াতে জনগন কে সচেতন করা হচ্ছে, সকলের সহযোগীতা পেলে করোনা ভাইরাস নিমূল করা সম্ভব হবে।