মাঠে-ময়দানে

চতুর্থবারের মতো গিনেস বুকে মাগুরার ফয়সাল

ঝিনাইদহের চোখঃ

মাগুরার মাহামুদুল হাসান ফয়সাল টানা চতুর্থ বারের মতো গিনেস বুকে নাম লেখালেন । এবার এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ও ধরে স্বীকৃতি পেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে তাকে এই স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

আরও তিনটি গিনেস রেকর্ড রয়েছে ফয়সালের দখলে। গত বছর আগস্টে মোস্ট বাস্কেটবল নেক ক্যাচেস ইন ওয়ান মিনিট রেকর্ড গড়েন তিনি। ওই বছর এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড গড়েন তিনি। এই ফুটবল ফ্রিস্টাইলার প্রথম রেকর্ডটি গড়েন ২০১৮ সালে। সেই রেকর্ডটি ছিল মোস্ট ফুটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট (১৩৪ বার)।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাটনিক্স বিভাগে ডিপেল্গামা প্রকৌশলে অধ্যয়নরত ফয়সালের বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

ফয়সাল জানান, কোনো পেশাদারি প্রশিক্ষণ ছাড়াই এসব কীর্তি গড়েছেন তিনি। বিভিন্ন ক্লাব বা ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশে ফ্রিস্টাইল গেম আরও জনপ্রিয় হবে বলে মনে করেন তিনি। নিয়মিত পড়ালেখার পাশাপাশি নিজেকে বিশ্বমানের একজন ফ্রিস্টাইলার হিসেবে গড়ে তুলতে চান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button