অমুসলিম হয়েও রোজা রাখছেন ব্রিটিশ এমপি পল
ঝিনাইদহের চোখঃ
যুক্তরাজ্যের এক অমুসলিম সংসদ সদস্য মুসলিমদের মতো রোজা রাখতে শুরু করেছেন। তার নাম পল ব্রিস্টো এবং তিনি পূর্ব ইংল্যান্ডের পিটারবারো শহরে কনজারভেটিভ পার্টির একজন এমপি।
জানা যায়, ইসলাম ধর্মের মাহাত্ম্য অন্তর দিয়ে অনুধাবন করার জন্যই নাকি রোজা রাখতে শুরু করেছেন খ্রিস্টান ধর্মের অনুসারী ওই ব্রিটিশ এমপি।
রমজানের প্রথম দিন থেকেই রোজা রাখছেন পল ব্রিস্টো। আর রোজা ও ইসলাম বিষয়ে নিজের প্রতিদিনের অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন তিনি।
টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘রমজান হলো আধ্যাত্মিক ভাবনা, আত্মিক উন্নতি এবং উচ্চতর প্রার্থনায় মগ্ন হওয়ার সময়। তাই রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি মুসলিম নই তবে আমার এই অভিজ্ঞতা পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে শেয়ার করতে চাই।’
এছাড়া স্থানীয় গণমাধ্যম পিটারবারো টেলিগ্রাফে এই ব্রিটিশ এমপি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, মুসলিমরা রমজানে রোজা পালনের মাধ্যমে শুধু তাদের ধর্মীয় অনুশাসনই মানেন এমন নয়। এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, ত্যাগ-তিতিক্ষা এবং সমাজের অসহায় মানুষের প্রতি সহানুভূতি জাগ্রত হয়।’
পল ব্রিস্টো আরও বলেন, ইসলাম সম্পর্কে তিনি যতই জানছেন ততই নিজেকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছেন।
তার ভাষায়, ‘রোজা আমার মানসিক শক্তি ও শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে। কিন্তু তারপরও রোজার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে আমার আত্মিক বন্ধন আরও দৃঢ় হচ্ছে।’
সূত্র: টিলিগ্রাফ