এ যাত্রায় বেঁচে গেলেন ম্যারাডোনা
ঝিনাইদহের চোখঃ
করোনা ভাইরাসের কারণে লীগ স্থগিত হওয়ার আগে সুপারলিগার পয়েন্ট তালিকায় তলানিতে ছিল ম্যারাডোনার দল জিমনাসিয়া দে লা প্লাতা।
গত সেপ্টেম্বরে ক্লাবটির কোচের দায়িত্ব নেন তিনি। তখন ২৪তম স্থানে (সবার নিচে) জিমনাসিয়া। ম্যারাডোনার ছোঁয়ায় কিছুটা উন্নতি হয়ে ১৯ নম্বরে উঠে আসে দলটি।
কিন্তু স্বাভাবিকভাবে লীগ শেষ হলে ১৯ নম্বরে থাকা জিমনাসিয়ার দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার ঝুঁকি ছিল সবচেয়ে বেশি। কারণ গত তিন মৌসুমে গড় পয়েন্টে ম্যারাডোনার দলের অবস্থান সবার নিচে। আর্জেন্টিনা শীর্ষ লীগে এক মৌসুমের হিসাবে অবনমন হয় না। শেষ তিন মৌসুমে পয়েন্ট টেবিলের নিচে থাকা দলগুলোর মোট অর্জিত পয়েন্টকে তাদের ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ করা হয়। গড় পয়েন্টে যে তিন দল সবার নিচে থাকে তাদের কপাল পোড়ে। সে হিসাবে জিমনাসিয়াকে বাঁচিয়ে দিলো করোনা।
অবনমন না থাকলেও দ্বিতীয় বিভাগ থেকে দুটি দল উঠছে সুপারলিগায়। ফলে আগামী মৌসুমে আর্জেন্টাইন শীর্ষ লীগে লড়বে মোট ২৬টি দল।