দেড়শ বছর পর বাদামি ভালুক
ঝিনাইদহের চোখঃ
স্পেনের ন্যাশনাল পার্কে প্রায় দেড়শ বছর পর দেখা মিলল একটি বাদামি ভালুকের। শুটিংয়ের জন্য সেট করে রাখা ক্যামেরায় দুর্লভ এ ভালুকের উপস্থিতি শনাক্ত হয়। খবর: দ্য গার্ডিয়ান।
গ্যালিসিয়ার ওরেন্স প্রদেশের ইনওয়ারনেডেরো ন্যাশনাল পার্কের যে অঞ্চলে ভালুকটি দেখা গেছে সেখানে মূলত নেকড়ে, হরিণের চলাচল বেশি।
প্রডাকশন কোম্পানি জেইটুন ফিল্মস বিবৃতিতে বলেছে, পুরুষ ভালুকটির বয়স তিন থেকে পাঁচ বছর। এই অঞ্চলে আগে কোনোদিন শুটিং হয়নি।
স্থানীয় বন কর্মকর্তারা জানিয়েছেন, শীতের সময় কয়েক প্রজাতির ভালুক স্পেনের ভিন্ন পার্কে দেখা যায়। কিন্তু বাদামি ভালুকের দেখা পাওয়া দুষ্কর।
১৯৭৩ সালে স্পেনে বাদামি ভালুক রক্ষায় নীতিমালা করা হয়। গত দুই দশক ধরে সেই নীতিমালা বেশ কড়াকড়ি।
বাদামি ভালুকের শিকার প্রবণতা একটু বেশি হওয়ায় সাধারণ মানুষ একে ভয় পায়। এরা ৩০ থেকে ৫০ বছরের মতো বেঁচে থাকে।
স্পেনের গ্রামাঞ্চলে আগে সচারচর এই ভালুকের দেখা মিলতো। কিন্তু প্রাচীন প্রথা অনুযায়ী, গ্রামের মানুষেরা আগুনে পুড়িয়ে এসব প্রাণী হত্যা করতো।