জানা-অজানা

বেসরকারি হাসপাতালে বিনামূল্যে করোনার পরীক্ষা করতে নোটিশ

ঝিনাইদহের চোখঃ

বেসরকারি হাসপাতালে বিনামূল্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ মে ) ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ই-মেইলে সরকারের মন্ত্রণালসহ সংশ্লিষ্ট দফতরে এই নোটিশ পাঠান। পরে ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব নোটিশ পাঠানোর বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নোটিশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিবাদী করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, আইসিডিডিআরবি ও আইইডিসিআরকে।

পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। সরকার ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের অনুমতি দিয়েছে। যেখানে সরকার একটি নির্ধারিত মূল্যে টেস্টের জন্য বলেছে, সেটা হলো ৩ হাজার ৫০০ টাকা, যেটা অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ মানুষ করোনা পরীক্ষায় উদ্বুদ্ধ না হওয়ার পরিবর্তে নিরুৎসাহিত হবে।’

‘যেহেতু করোনা একটি জাতীয় সমস্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যত বেশি টেস্ট করা সম্ভব হবে অল্প সময়ে ততো তাড়াতাড়ি ও সঠিকভাবে এই করোনাভাইরাস প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেয়া যাবে।’

‘কিন্তু একটি টেস্টের দাম যদি ৩ হাজার ৫০০ টাকা হয় তাহলে দেশের সাধারণ মানুষ টেস্টে আগ্রহী হবে না এবং এখানে একটি বাণিজ্যিকীকরণ হবে টেস্ট নিয়ে।’

এ ছাড়া নোটিশে বলা হয়, ‘বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের ফি এত টাকা ধরা একটি বৈষম্যমূলক পদক্ষেপ। কারণ, কিছু মানুষ বিনামূল্যে টেস্ট করতে পারবে আর কিছু মানুষ ৩ হাজার ৫০০ টাকায় টেস্ট করাতে হবে এবং বেসরকারি হাসপাতালগুলো এই বিষয়টি নিয়ে একটি ব্যাপক বাণিজ্য করার সুযোগ পাবে, যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button