শৈলকুপায় জ্বর-ঠান্ডা-শ্বাস কষ্ট নিয়ে চা দোকানীর মৃত্যু
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের চা দোকানী শহিদুল ইসলাম(৬০) শ্বাস কষ্ট ও পেট ব্যাথা নিয়ে বুধবার শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় । হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে রাখে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু ঘটে।
শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, করোনার একাধিক উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এ ব্যাক্তি হাসপাতালে এসেছিল। তাকে আইসোলেশনে রাখার ১দিন পর মৃত্যু ঘটল । নিহত এ ব্যাক্তির নমুনা পরীক্ষা করা হবে বলে তিনি জানান।
এদিকে শুক্রবার সকালে কবিরপুর নিজ গ্রামে নিহত ব্যাক্তির দাফন সম্পন্ন হয়েেেছ। ইসলামীক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দাফন সম্পন্ন হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক আব্দুল হামিদ , ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাক, ইমামের প্রতিনিধি খাইরুল ইমলাম, সাংবাদিক আব্দুল জাব্বার সহ নিহত ব্যক্তির স্বজন ও স্বল্প সংখ্যক প্রতিবেশী উপস্থিত ছিলেন।