মধুমাসের মধু সময়ে ঝিনাইদহের বাজার গুলোতে দেশীয় ফলের ছড়াছড়ি
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঋতু অনুযায়ী এখন চলছে মধুমাস। মধুমাসের এই মধু সময়ে ঝিনাইদহের বাজারগুলোতে দেখা গেছে দেশীয় ফলের ছড়াছড়ি। বাজার গুলোতে ঘুরে দেখা যায়, এখানে প্রচুর পরিমাণে আম, লিচু, কাঁঠাল সহ দেশীয় ফলের আমদানির রয়েছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ফল প্রয় মানুষগুলোর চোখ এখন লিচুর দিকে। বাজারে আম কাঁঠাল সহ অন্যান্য অনেক দেশি ফল থাকলেও লিচু টা অনেক কম সময় বাজারে থাকে। তাই সবার কাছে এখন লিচুটাই খুব প্রিয়। বর্তমান সময়ে লিচুর দামের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার ডাকবাংলা বাজারের ব্যবসায়ি আবুল কালাম বৃহস্পতিবার জানান, মোটামুটি মাঝারি সাইজের লিচু প্রতিশ’ ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
সময়ে বাজারে হিমসাগর ও গোপালভোগ আম টাই বেশি পাওয়া যায়। এগুলোর পাশাপাশি অন্যান্য অনেক আম থাকলেও গোপালভোগ ও হিমসাগর রয়েছে কাস্টমারের পছন্দের তালিকায় শীর্ষে। বাজারের ফল ব্যবসায়িরা আরও জানান, ভালো মানের হিমসাগর আম ৯০ টাকা থেকে ১২০ টাকায় এবং মানভেদে মোটামুটি মানের হিমসাগর আম ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি করছেন তারা। আর গোপালভোগ মানভেদে ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এখন বাজারে হিমসাগর ও গোপালভোগের বেশি কদর থাকলেও ল্যাংড়া, আর্মপালি সহ আরো বেশ কিছু ভালো মানের আম বাজারে আসার অপেক্ষায় রয়েছে।
আম, লিচুর পাশাপাশি বিভিন্ন বাজারের কাঁঠালের দোকানগুলোতে ক্রেতাদের মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে। চলমান মহামারী করোনা ভাইরাসের কারনে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাবিক্রি খুবই কম বলে জানান জেলার অন্যান্য বাজারের ফল ব্যবসায়িদেও সাথে কথা বলে জানা গেছে।#