মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের প্রথম বেগুনি রঙের ধান আবাদ করে সাফল্য পেয়েছেন হাফিজুর রহমান নামের এক স্কুল শিক্ষক। তিনি জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। তিনি গ্রামের দোবিলা মাঠে এই ধানের আবাদ করেছেন। ইতোমধ্যে তার জমির ধান কাটা শেষ হয়েছে। ধানের ফলনে বেজায় খুশি তিনি।
হাফিজুর রহমান জানান, গত বছর নিকট আতœীয়ের মাধ্যমে হাফ কেজি ধান (৫০০ গ্রাম) ধানের চারা তৈরি করে ২৩ শতক জমিতে রোপন করেন। বীজ থেকে চারা এবং রোপনের ১৪৫-১৫৫ দিনের মধ্যে এ ধান কাটার উপযোগি হয়েছে। চারদিকে সবুজ ধানের ক্ষেত আর মধ্যে বেগনি রঙের ধান দেখে লোকজনের মধ্যে বাড়তি কৌতুহল সৃষ্টি হয়। বিভিন্ন জনে নানা ভাবে জানতে ইচ্ছে পোষন করে। পূর্ণ বয়সে ধানের গাছের কান্ড ও পাতা বেগুনি রঙ ধারন করে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ^াস বলেন, বেগুনী রঙের এ ধান বিদেশী জাত নয়, দেশীয় শুক্রানু প্রাণরস (জার্মপাজম) থেকে উৎপাদিত। এটা উফশী জাতের ধান। একর প্রতি ফলন ও পুষ্টিগুন অন্যান্য ধানের মতই। তবে ভিন্ন আঞ্চল এই ধান নানা নামে পরিচিত।#