হরিণাকুণ্ডুতে করোনা প্রতিরোধ ও সচেতনতা মূলক বিশেষ সভা অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস ( কোভিড-১৯) প্রতিরোধ ও সচেতনতা মূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারমান রেশমা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ , কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী, হরিণাকুণ্ডু ওসি( তদন্ত) এনামুল হক, সহ সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় সর্বসন্মতীক্রমে ইজিবাইক ও পাখিভ্যানে ২জনের বেশী যাত্রী বহন না করা , চায়ের স্টল পুরোপুরি বন্ধ রাখা , দুপুর ২ টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান ও হাট-টবাজার বন্ধ রাখা , মোটরসাইকেলে চালক ছাড়া কাউকে বহন না করা, বে-আইনি যান নছিমন ও আলমসাধুতে যাত্রীবহন না করা, করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাচতে খুব প্রয়োজন ছাড়া বাইরে ঘুরাঘুরি না করে ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।