ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির করোনা পজেটিভ/জেলায় ১ম করোনা রুগীর মৃত্যু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে আরও একব্যাক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ৫ দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এটিই ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। জেলায় এ পর্যন্ত ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের কৃষ্ণ গোপাল সাহা জ¦র, সর্দি, কাশিসহ করোনার উপসর্গে আক্রান্ত হন। তিনি বাড়িতেই ছিলেন। খবর পেয়ে ৩ জুন স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য নমুনা খুলনা ল্যাবে পাঠানো হয়। ৭ জুন ওই ব্যক্তি মারা যান। শুক্রবার সকালে তার রিপোর্ট পজেটিভ এসেছে।
এছাড়াও জেলায় শুক্রবার খুলনা ল্যাব থেকে ঝিনাইদহে মোট ৩০ টি রিপোর্ট এসেছে। যার মধ্যে শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিসহ সদর উপজেলায় ১ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১ জন পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭২ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।