ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে গাজাসহ পুলিশ কনস্টেবল আটক

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের আদালতে কর্মরত ইয়াসির আরাফাত( কনস্টেবর নং ১১৩৭ ) নামের এক পুলিশ কনস্টেবলকে গাজাসহ আটক করা হয়েছে। তার বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামে। বাবার নাম মোঃ মোফিজুর রহমান। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের মৎস্য অফিস পাশের গোয়েশপুর সড়ক থেকে আটক করা হয় তাকে। আটক কনস্টেবলের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় থানা পুলিশের কাছে হস্থান্তর করা হবে তাকে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, মাদক ব্যবসায়ীদের সিকড় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ সদস্য আরাফাত আদালতে ডিউটি করার সুবাদে মাদকের ১২ মামলার এক আসামীর সাথে পরিচয় হয়। সেই সুত্রে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। পুলিশের সুপার আবারো জোর দিয়ে বলেছেন, ব্যক্তি অপরাধের দায় পুলিশ বাহিনী নেবেনা। অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্য কাওকে ছাড় দেওয়া হবেনা। আটক করা ব্যক্তির দেয়া তথ্য মতে মাদকের গডফাদারকে ধরার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

রাতে ডিবি ( জেলা গোয়েন্দা) পুলিশের ওসি আনোয়ার হোসেন ঘটনার বিষয়ে জেলা জানান গোপন সংবাদের আটক করা হয় আদালতে কর্মরত ইয়াসির আরাফাত নামের ওই পুলিশ কনস্টেবলকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৫০ গ্রাম গাজা। এরপর তাকে ডিবি অফিসে আনা হয় এবং জিঞ্জাসাবাদ করে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যায়। তিনি আরো জানান ঝিনাইদহ জেলা কারাগার ভিত্তিক একটি মাদক বিক্রতা চক্রের সাথে জড়িত আটক এ কনস্টেবল। কারারক্ষিদের কয়েকজন রয়েছে তার সাথে। এর আগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের দুই কারারক্ষিকে মাদকসহ গ্রেফতার করা হয় বলেও জানান ডিবির ওসি।

ঝিনাইদহ আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, গতকাল রবিবার রাতে ডিউটি ছিল আরাফাতের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতের কনস্টেবল পদে বদলি হয়ে আসে সে। কোর্টের সামনের একটি ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে সে। এর বেশী কিছু বলতে রাজি হননি তিনি। সুত্র মতে মঙ্গলবার মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে কনস্টেবল ইয়াসির আরাফাত কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button