খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে বিমল মল্লিক নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের বাসিন্দা ও মল্লিক জুয়েলার্স এর স্বত্তাধিকারী। তিনি জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিলেন। বেশ কিছুদিন আগে তার করোনা পজেটিভ আসে। চিকিৎসারত অবস্থায় গতকাল তিনি নিজ বাড়িতে মারা যান।
এছাড়াও জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে ২৩৫ জন সুস্থ হয়েছেন। বর্তমান কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা রয়েছেন ২৩ জন এবং জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলায় এ পর্যন্ত মোট ২৭ জন করোনা উপসর্গ ও আক্রান্ত রোগীর দাফন সম্পন্ন করেছে ইফা কমিটি।