হরিনাকুন্ডুতে কচু চাষ/বাজারে কচুর দাম ভালো
গিয়াস উদ্দীন সেতুঃ, ঝিনাইদহের চোখ-
এ বছর মহামারি করোনা ভাইরাসের মধ্যেও ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কচু চাষ করে বাম্পার ফলন পেয়েছে হরিনাকুন্ডু উপজেলার কৃষকরা।
বাজারে নতুন কচু উঠতে শুরু করেছে,দামও বেশ ভালো যার কারনে কচু চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে । উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরশেদ আলী চৌধরী জানান উপজেলার বিভিন্ন মাঠে এ বছর ৩৫৫ হেক্টর জমিতে মেহেরচন্ডী জাতের মুখি কচুর আবাদ হয়েছে ।
তবে কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করাই কৃষকরা মুখি কচুর বাম্পার ফলন পেয়েছে। বাজারে দামও ভালো ১ হাজার থেকে ১১ শত টাকা মন বিক্রয় হচ্ছে কচু।কৃষক মিজানুর রহমান জানান তিনি এবছর তিন বিঘা জমিতে মুখি কচুর আবাদ করেছেন বিঘা প্রতি ১২০ মন করে উৎপাদন হচ্ছে অন্যদিকে ডাকবাংলা বাজারে কচুবিক্রয় করতে আশা কৃষক জামাল বললেন বিঘা প্রতি তার জমিতে একশত মন থেকে একশত ১০ মন হয়েছে। কচুর দাম ভালো পাওয়াই তিনি খুশি।
কচু চাষি নিজাম উদ্দীন জানান খরচ কম আর লাভ বেশি,তবে সব মিলে এবছর কচু চাষিরা কচুর দাম পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন।