ঝিনাইদহ সদর

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে। গতকাল বিকেলে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আবু আহসান হাবিব। সেসময় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাসুদ আলী, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, গৌতম কুমার ঘোষ, তানিয়া বিনতে জাহিদ, কামরুজ্জামান জনি, বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মোঃ তরিকুল ইসলাম, সুমন হোসেন, সহকারি জজ আয়েশা সিদ্দিকা, বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মোঃ রিপন হোসেন, বিজ্ঞ সহকারি জজ রিয়াজ হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ খান আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, এ্যাডঃ আমিনুর ইসলাম, এ্যাডঃ বাচ্চু মিয়া, এ্যাডঃ আজাদ রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ সোহেল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এস উজ্জল, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন বল্টু, যুবলীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে আব্বাস।

বৃক্ষরোপন কর্মসুচীর আয়োজক হিসাবে সার্বিক দায়িত্বে ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখা সভাপতি এ্যাডঃ আব্দুল খালেক সাগর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button