ক্যাম্পাসটপ লিডহরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে ভাঙা সড়ক সংস্কার করলো ভেড়াখালী যুব উন্নয়ন সংঘ

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ভেড়াখালী গ্রামের পাকা সড়কে বেশ কিছু জায়গায় ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। এই সড়ক দিয়ে থানার যানবাহন চলাচল করে। এ কারণে থানার এক অংশের মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়।

হরিণাকুণ্ডুতে ভাঙা সড়ক সংস্কার করলো ভেড়াখালী যুব উন্নয়ন সংঘ
Jhenidaher Chokh

এলাকাবাসীর দুর্ভোগ লাগবে ওই সড়ক সংস্কারে হাত লাগিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, থানার প্রধান সড়কের প্রায় দুই কিলোমিটার ওই গ্রামের উপর দিয়ে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে ছোট-বড় প্রায় ৩০০-৪০০ গাড়ি চলাচল করে। বর্ষার আগেই গ্রামের মধ্যে সড়কে ছোট ছোট ভাঙা ছিল। টানা বৃষ্টির কারণে সড়কের অনেক জায়গা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়ক ভেঙে যাওয়ার কারণে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে না। অনেক সময় ইজিবাইক বা ছোট ধরনের যানবাহন সড়কের বড় ভাঙা গর্তে আটকে যায়, তখন গাড়ি ওঠাতে যাত্রী অথবা স্থানীয়দের সহযোগিতা নিতে হয়। এছাড়া এ সব স্থানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সংগঠন ভেড়াখালী যুব উন্নয়ন সংঘ।

এ ভাঙা সড়ক সংস্কারের জন্য আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার ওই সংঘের ২৫ জন শিক্ষার্থীকে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, গ্রামের সড়কের বেহাল অবস্থা দেখে তারা নিজ উদ্যোগেই সংস্কার কাজে হাত দিয়েছেন। প্রায় ১০ টলি ইটের টুকরা ও দুই

টলি বালু ৩ কিলোমিটার দূর থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে।

স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীরা এসব কাজ করছেন বলে জানিয়েছেন।

সড়কে গাড়ি চালকরা জানিয়েছেন, গ্রামের মধ্যে সড়কের ভাঙা অংশগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সড়ক সংস্কারে সবার জন্য অনেক ভালো হয়েছে।
ঢাকা কলেজের ছাত্র মো. মঞ্জুর রশীদ বলেন, রাস্তায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এ জন্য দেশের সচেতন নাগরিক হিসাবে আমরা এ সংস্কার কাজ করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রশীদ বলেন, শহর বা গ্রামের যে সব রাস্তা বৃষ্টির কারণে ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সব স্থানে যুবকেরা নিজ দায়িত্বে কাজ করলে সাময়িক ভাবে হলেও দেশের মানুষের উপকার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button