ঝিনাইদহ সদর

হলিধানী টু বাজার গোপালপুর সড়ক এখন মরন ফাঁদ

জাহিদুল হক বাবু, হলিধানী, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী টু বাজার গোপাল পুর রাস্তার বিভিন্ন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হওয়ায়,যানবাহন সহ জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

একারণে এসকল স্থানে প্রতিনিয়ত যানবাহন উল্টে দূর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের পরিমান । তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের আসু-হস্তক্ষেপ কামনা সহ প্রতিকার দাবি করেছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হলিধানী থেকে বাজার গোপাল পুর সড়কের বিভিন্ন জায়গা একাধিক স্থানে ছোট-বড় খানাখন্দ। এসকল খানাখন্দে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷বিশেষ করে হলিধানী মাদ্রাসার সামনে সড়কে বড় বড় গর্তে পানি জমে সড়ক ভেঙে পুকুরে বিলিন হয়ে যাওয়ায় এই জাইগাটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়াও বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে অথচ কতৃপক্ষ উদাসীন।

উল্লেখ্য,হলিধানী টু গোপাল পুর সড়কে প্রতিদিন শতশত ছোট বড় যানবাহন সহ বিভিন্ন বানিজ্যিক যানবাহন বিপদজনক যেনেও বাধ্যহয়ে চলাচল করছে।অনেকে দূর্ঘটনায় কবলিত হচ্ছে।তাই গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংষ্কারে কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button