হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডু আওয়ামীলীগের বর্ধীত সভায় বঙ্গমাতার জন্মদিনে দোয়া প্রার্থনা

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামীলীগের বর্ধীত সভায় ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিনে দোয়া প্রার্থনা সহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট নারকীয় গ্রনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয় ।

শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আ” লীগের সভাপতি মোঃ মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বর্ধীত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সিনিয়ার নেতা আজগর আলী মাষ্টার , উপজেলা আ” লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম , রবিউল ইসলাম পিলু মল্লিক , উপজেলা কৃষকলীগের সভাপতি বদিউল আলম , পৌর আ” লীগের সভাপতি ও মেয়র শাহীনুর রহমান রিন্টু , তাহেরহুদা ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জরুল আলম , চাঁদপূর ইউনিয়ন সভাপতি ফজলুর রহমান মালিতা , ভায়না আ” লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব মন্ডল , সাধারণ সম্পাদক কামরুজ্জামান , উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আশরাফুল হক জুয়েল , সংসদ সদস্যের প্রতিনিধি ও যুবলীগ নেতা কামাল হোসেন , জোড়াদাহ ইউনিয়ন সভাপতি জহির রায়হান , সাধারণ সম্পাদক মোঃ লালচান , কাপাশহাটিয়া ইউনিয়ন সভাপতি আব্দল মজিদ , রঘুনাথপূর ইউনিয়ন সভাপতি বাবু শুশীল বিস্বাস , ফলসী ইউনিয়ন সাধারণ সম্পাদক ছমিরুল ইসলাম , উপজেলা শ্রমীকলীগের আহবায়ক আব্দুল হান্নান , পৌর যুবলীগের সভাপতি আবু সাইদ টুনু , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিগ্যান আলী , এসময় বিশিষ্ট সমাজসেবক ও আ” লীগ নেতা সাইফুল ইসলাম টিপু মল্লিক , সাবেক উপজেলা যুলীগের সভাপতি হাশিমুর রহমান হাশিম সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ , যুবলীগ , শ্রমীকলীগ , ছাত্রলীগ , বঙ্গবন্ধ যুব পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা শেষে মাওলানা তৈয়বুর রহমানের পরিচালোনায় বঙ্গমাতার জন্মদিনে দোয়া প্রার্থণা সহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস , ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button