ঝিনাইদহ সদর

ঝিনাইদহে টিকটক ভিডিও করার দায়ে আটক/অবশেষে অভিভাবকদের জিম্মায় মুক্তি

কামরুজ্জামান লিটন, ঝিনাইদহের চোখ-

টিকটক(Tic tok) বা লাইকি(Likee) তে পরিবারের অজান্তেই ফানি ভিডিও ছাড়াও সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম এজাতীয় ভিডিও তৈরির দায়ে এদেরকে আটক করে থানায় আনা হয়। পরবর্তীতে পরিবারের অভিভাবকেরা এসে মুচলেকা দিয়ে ছেলে মেয়েকে তাদের হেফাজতে নিয়ে যান।

পরিবারের অনুরোধ ও লেখাপড়ার স্বার্থে পরিবারের হেফাজতে তাদেরকে প্রথমবারের মতো দেয়া হয় বলে জানান, মোঃ মিজানুর রহমান, ওসি, ঝিনাইদহ থানা।

এছাড়া তিনি আরও জানান -গ্রেপ্তারকৃত দুজনেই পিতৃহীন জানতে পেরে প্রথম থেকেই তাদের প্রতি সদয় ছিলেন।

১। তানজিলা আমিন ছোয়া (২২), পিতা, -মৃতঃ তৌহিদ আমিন,পলিটেকনিক এর ছাত্রী
গ্রামঃ বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।
বর্তমানে ঝিনাইদহে বসবাসরত। ২। মেহেদী হাসান (২৫) পিতা- মৃত জাকির হোসেন
কেপি বসু সড়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button