জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
আবারো মৃত্যুর মিছিলে যোগ হলো এক মা । ভূল সিজার অপারেশনে কারনে রিনা খাতুন (৩২) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর শুভ ক্লিনিক এÐ প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশান করার সময় টেবিলেই তার মৃত্যু হয়।
মৃত রিনা খাতুন মহেশপুর উপজেলার হাবাশপুর স্কুল পাড়ার গ্রামের সামাউল ইসলামের স্ত্রী।
মৃত রিনা খাতুনের স্বামী সামাউল ইসলাম জানান,ক্লিনিক মালিক আমার বৌকে মেরে ফেলেছে। আমি তার বিচার চাই।
মাত্র ৮ দিন পুর্বে নেপামোড়ের মা ও শিশু ক্লিনিক ও একই এলাকার একতা ক্লিনিকে ভুল সিজার অপারেশান করার সময় নেশাগ্রস্ত ডাক্তার সোহেল রানার হাতে সীমান্ত এলাকার জিনজিরা পাড়ার মরিয়ম খাতুন ও লাবনি নামের দু’ প্রসুতি মায়ের মৃত্যু হয়। একের পর এক প্রসুতি মায়েদের মৃত্যুর ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যেন ঘুম ভাংছেনা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আনঞ্জুমানআরা খাতুনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল জানান, বিষয়টি আমার জানা নেই। আর এ সব ক্লিনিক গুলো বন্ধ করে দেওয়া উচিৎ। তিনি আরো জানান আমি খুবদ্রæত ক্লিনিক গুলোতে অভিযান চালাবো।